রাজবাড়ীকে পানিতে ডুবে তাহিদ খান (৩) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। তাহিদ সদর উপজেলার পাঁচুরিয়া ইউনিয়নের মহিষাখোলার মুকুনদিয়া গ্রামের কৃষক খুরশিদ আলম খান সোহাগের ছেলে।
তাহিদের দাদা সৈয়দ খান জানান, আজ রবিবার বিকালে সকলের অলক্ষে খেলতে খেলতে বাড়ীর পাশের পুকুরের পানিম মধ্যে পরে যায় তাহিদ। অনেক খোজা খুজির পর ওই পুকুরের পানিতে ভাসতে দেখাযায় তাকে। স্থানীয়রা সে সময়ই তাকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে আসে। তবে হাসপাতালের জরুরী বিভাগের কর্তৃব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষনা করেন। রাতে জানাজা শেষে তার লাশ স্থানীয় গোরস্থানে দাফন করা হয়। তিনি আরো বলেন, তাহিদরা দুই ভাই বোন। বোন বড়।